দেবিদ্বারে কাতার চ্যারিটির অর্থায়নে কোরবানির গোশত বিতরণ
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে কাতার ভিত্তিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটির অর্থায়নে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে খুরুইল-বুটিয়াকান্দি দরবার ও আজিজিয়া কমপ্লেক্স প্রায় ৩০০ শতাধিক অসহায় ও এতিম পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। ঢাকা পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোরবানির মাংস বিতরণ করেন।
খুরুইল-বুটিয়াকান্দি দরবার শরীফের পীর ড.শাহ্ মুহাম্মদ এনামুল হক আল আজহারীর সভাপতিত্বে কোরবানির এ গোশত বিতরণ করা হয়। এসময় কমপ্লেক্সের পরিচালক মাও. মোহাম্মদ একরামুল হক, মাও. মোহাম্মদ এমদাদুল হক, ইউপি সদস্য ধনু মিয়া, সমাজসেবক মো.শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ড.শাহ্ মুহাম্মদ এনামুল হক আল আজহারী বলেন, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আজহা। কাতার চ্যারিটি বাংলাদেশ শাখা কোরবানির ঈদেও থেমে নেই তাঁদের কার্যক্রম। গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরা। এরই ধারাবাহিকতায় খুরুইল-বুটিয়াকান্দি দরবার ও আজিজিয়া কমপ্লেক্স অত্র এলাকার প্রায় ৩০০ অস্বচ্ছল, অসহায় ও এতিম পরিবারের মাঝে দেড় কেজি করে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। এছাড়াও গত বুধবার হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়া’র অর্থায়নে প্রায় ৩২০জন অসহায় পরিবারকে কোরবানির গোশত দেয়া হয়।