দেবীদ্বারে ৫০ অসহায় ও বিপদগ্রস্ত পরিবারকে দেয়া হল খাদ্য উপহার
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বারে ডাঃ ফেরদৌস খন্দকারের কোভিড-১৯ কন্ট্রোল রুমের স্বেচ্ছাসেবীরা উপজেলার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ৫০টি অসহায় পরিবারের মাঝে পৌঁছে দিলেন খাদ্য উপহার সামগ্রী।
উপহারসাগ্রী পেয়ে আনন্দে আবেগ-আপ্লুত হয়ে প্রতিবন্দী আমেনা বেগম, জুলফু মিয়া জানান, আমরা সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতা পাচ্ছি, কিন্তু এ করোনাকালে খাদ্য সহযোগিতা এটাই প্রথম পেলাম।
শুক্রবার বিকেলে পাউন্নারপুল মাদ্রাসা মাঠে উক্ত কার্যক্রমে এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি নেছার উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত খাদ্য উপহার সামগ্রী বিতরণকালে করোনাকালে করোণীয় বিষয় নিয়ে আলোকপাত করেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জেলা কৃষকলীগ নেতা সুজীৎ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান আহমেদ, ইটালী প্রবাসী মোঃ মোখলেছুর রহমান, সাংবাদিক শফিউল আলম রাজিব, যুবলীগের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগ সদস্য মোঃ ফেরদৌস ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ তাজুল ইসলাম মোঃ শাহ আলম, বিল্লাল কোসেন, সাংবাদিক মেহেদী হাসান, ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা সদস্য জুম্মান হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ জহির।
আলোচকরা বলেন, চলমান বৈশি^ক মহামারিতে সামাজিক সচেতনতা তথা, মাস্ক পড়া, হাত-মুখ পরিস্কার রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই, যারা এখনো টিকা নেননি, আপনারা আর কালক্ষেপন না করে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহন করে ফেলুন। যে টিকা আপনাকে সুরক্ষিত রাখবে।
‘কেউ ফিরবেনা খালি হাতে’ আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের এ শ্লোগনকে সামনে রেখে যেখানে খাদ্য ও চিকিৎসা সংকট সেখানেই চিকিৎসা সেবা সহ উপহারভোগীদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।