ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিটতলা গ্রামে মুজিবর্ষ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি।
শনিবার সকালে বিভাগীয় কমিশনার উপজেলার বিটতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ শেষে  সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান বলেন, মুজিব বর্ষে শ্রেষ্ঠ এই উপহার সারা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রকল্পে দুর্নীতি প্রমাণ পেলে বা কেউ জড়িত থাকলে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, দাউদকান্দি  উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুকান্ত সাহা, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মামুনুর রশীদ সহ আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তাগণ ও স্থাণীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।