ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় কবরস্থান উন্নয়নে বাধা দেয়ায় মানববন্ধন
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের ধান্যদৌল শাহী কবরস্থানের উন্নয়নে বাধা প্রদানকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়শনের উদ্যোগে গত মঙ্গলবার বিকালে কুমিল্লা-মিরপুর সড়কের ধান্যদৌল বাজারের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মোশাররফ হোসেন খান চৌধুরী, আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মুমিনুল হক সরকার, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আবুল খায়ের, এডভোকেট শাহজাহান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংবাদিক মোঃ বাছির উদ্দিন,  আব্দুর রাজ্জাক খান  চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল খান, সাবেক মেম্বার শিরু মিয়াসহ অত্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকসহ ৫০০ শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, যদি শাহী কবরস্থান  সংস্কার ও উন্নয়নে বাধা প্রদান করা হয় তাহলে কঠোর মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি প্রদান করেন।