লালমাইয়ে ভুল চিকিৎসায় নারীর গর্ভপাত!
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM
লালমাই
প্রতিনিধি : কুমিল্লার লালমাইয়ে গর্ভবতী এক নারীকে ভুল চিকিৎসা দিয়ে
গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসক ও তার সহযোগীর বিরুদ্ধে।
গত শনিবার ১৭ জুলাই সকালে উপজেলার ভূশ্চি বাজারে পল্লী চিকিৎসক তৈয়ব আলীর চেম্বার এঘটনা ঘটে।
আহত বিউটি উপজেলার হাজতখোলার মহিষবন্দ গ্রামের মোঃ রুহুল আমিনের স্ত্রী।
মামলা
সূত্রে জানা যায়, বিউটি (২৭)তিন মাস যাবৎ মাসিক না হওয়ায় এ বিষয়ে
পরামর্শের জন্য ভূশ্চি বাজারে ডাক্তার তৈয়ব আলী ও সহযোগী কোহিনূর নিকট
জানতে গেলে, বিষয় গুলো শুনে কোন রকম পেগনেন্সি পরীক্ষা না করে পল্লী
চিকিৎসক একটি ঔষধ খাইয়ে দেন। ওই ঔষধ খাওয়ার পর থেকে তাহার কোমরে ও তলপেটে
ব্যাথা শুরু হয়। পরদিন সকাল থেকে অনেক রক্ত ক্ষরণ হতে থাকে । এতে বিউটি
গুরুতর অসুস্থ্য হয়ে যায়। ওই ডাক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিউটিকে
ভূশ্চি বাজারের চেম্বারে আসতে বলে এবং জোর পূর্বক গর্ভপাত করে যার ফলে
গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়।
বিউটি বলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় ও জোর করে আমার গর্ভপাত ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে সন্তান হত্যার বিচার চাই।
তৈয়ব আলী বলেন গর্ভে সন্তান আছে আমাকে বলেনি। আমিও পরীক্ষা করি নাই। আমি দ্রুত এম আর করে রুগীকে বাঁচিয়েছি।
বাগমারা
বিশ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ বলেন, ইউএনও ও লালমাই থানার
অফিসার ইনচার্জের সাথে কথা বলে, ডাক্তারের বিরুদ্দে ব্যবস্থা নেওয়া হবে।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।