ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তি রাস্তার পাশে করোনায় মৃতদেহ খাটে তুললেন ইউপি চেয়ারম্যান
মোঃ জামাল হোসেন
Published : Monday, 26 July, 2021 at 12:14 PM, Update: 26.07.2021 12:23:55 PM
শাহরাস্তি রাস্তার পাশে করোনায় মৃতদেহ খাটে তুললেন ইউপি চেয়ারম্যানচাঁদপুরের শাহরাস্তিতে করোনায় মৃত্যুর পর অটো রিকশা হতে রাস্তায় নামিয়ে দিল মৃতদেহ। সংক্রমণের ভয়ে কেউ এগিয়ে না আসায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি নিজে দায়িত্ব নিয়ে মৃতদেহ হস্তান্তর করলেন নিহতের পরিবারের কাছে।

রোববার ২৫ জুলাই বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওইদিন সকালে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের আঃ আজিজের পুত্র ওয়ালী উল্যাহ করোনা উপসর্গ নিয়ে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে যায়। সেখানে পরীক্ষা-নীরিক্ষা করে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। সাথে থাকা ভাতিজা সাব্বির (১০) তাঁকে নিয়ে অটো যোগে হাসপাতালে যাওয়ার পথে  শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের বাইতুস-সুজুদ মসজিদের কাছে এলে তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিক অটোচালক মসজিদ সংলগ্ন রাস্তায় নিহতের লাশ নামিয়ে দেয়। করোনায় মৃত বলে কেউ লাশের কাছে যাচ্ছিলেন না। খবর পেয়ে টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি স্থানীয়দের সহায়তা নিয়ে মৃতদেহ খাটে উঠান। পরে একটি পিকআপ ভ্যানের মাধ্যমে খাটসহ মৃতদেহ নিহতের স্বজনদের বুঝিয়ে দেন।
মৃত ব্যক্তির বিষয়ে হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ রাসেল মজুমদার জানান, মৃত ব্যক্তি এলাকায় ওয়ালী উল্যাহ হুজুর নামে পরিচিত। তাঁর ১কন্যা ও ৪ পুত্র সন্তান রয়েছে।শাহরাস্তি রাস্তার পাশে করোনায় মৃতদেহ খাটে তুললেন ইউপি চেয়ারম্যান
টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি জানান, অটো চালক মৃতদেহ রাস্তায় নামিয়ে দিলেও ফেলে চলে যায়নি। মৃতদেহ মাটিতে পড়ে থাকাটা বেমানান তাই কয়েকজনকে দিয়ে একটা খাটিয়া এনে একজন ইমাম সাহেবের উপস্থিতিতে লাশ খাটে তুলে রাখলাম। মৃতদেহ খাটে তুলতে সবাইকে সাহস দেয়ার জন্য নিজে সহযোগিতা করেছি। তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতিতে করোনা আমাদের অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে। সংক্রমণের ভয়ে আমরা মানবিক দায়িত্ব হতে পিছিয়ে পড়ছি।