ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM, Update: 26.07.2021 1:53:40 AM
চৌদ্দগ্রামে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারচৌদ্দগ্রাম প্রতিনিধি: মুজিব বর্ষের আশ্রয়ণ-০২ প্রকল্পের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে নব-নির্মিত ঘরগুলো মানসম্মত ভাবে তৈরী করা হয়েছে। কাজের মানে আমি সন্তুষ্ট। ঘরের ভীত শক্ত হওয়ায় ঘর ভেঙ্গে পরার কোন সম্ভাবনা নেই। ঘরগুলেতে একটি পরিবার খুব সুন্দর ভাবে বসবাস করতে পারবে। যারা এখানে থাকবে তাদের কর্মসংস্থানের কোন সমস্যা হবে না, আশ্রায়ণ প্রকল্পের গৃহ পরিদর্শন শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি) এসব কথা বলেন। শনিবার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরের মান পর্যবেক্ষন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস. এম মনজুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেনসহ অন্যান্যরা। পর্যবেক্ষণ শেষে প্রকল্প প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন বিভাগীয় কমিশনার।