করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে ৬ মৃত্যু বরুড়ায় একদিনে আক্রান্ত ৬১
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সেই সাথে বেড়েছে মৃত্যুও। গতকাল ২৫ জুলাই এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এবং এ রোগের লক্ষণ-উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া গত ২৪ ঘন্টায় উপজেলায় সর্বোচ্চ ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা যায়, আটেহরা গ্রামের আবদুল মতিন( ৬২) করোনায় মারা যান। এছাড়া মোঃ হারুনুর রশিদ, আবদুল বারীক, দেলোয়ার হোসেন, মোঃ তমিজ উদ্দিন ও একজন মহিলা করোনার উপসর্গ নিয়ে মারা যায়।
করোনায় আক্রান্তদের মধ্যে বরুড়া বাজার ও গ্রামের ১৫ জন, নাগিরপাড় ৪ জন, ছোট ভাতুয়া ৪ জন, ২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন, পেরুল,মন্দুক,আড্ডা জোড়পুকুরিয়া, ১ জন করে আক্রান্ত হয়েছে, পোম্বাইশ, শিলমুড়ি, পয়ালগুচ্ছ,আমতলী,গৈহিনখালী,বিন্ষপুর,
ভাউকসার,মহিদপুর,খলারপাড়,দেওড়া,সোনাইমুড়ী, ফেনুয়া,পোমতলা,রাজাপুর, ভাতেশ্বর,হোসেনপুর,আগানগর,আমড়াতলী,
আদ্রা,লগ্নসার,মুকুন্দপুর, পয়ালগাছা, বরুড়া পাঠানপাড়া,মেড্ডা, বড় ভাতুয়া, শৈইলখালী,বারেরা,নরিন্দ্রপুর, কাছিয়াপুকুরিয়া, তারাপুকুরিয়া।
তাছাড়া প্রতিটি গ্রামে করোনার উপসর্গ দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা বলেন, আজ ও আমরা শতাধিক নমুনা নিয়েছি। করোনার প্রভাব বরুড়া উপজেলা বৃদ্ধি পাচ্ছে। সকলে মুখে মাস্ক পড়ে চিকিৎসা সেবা নেয়ার অনুরোধ করছি। একান্ত প্রয়োজন না হলে বাড়িতে থাকুন।