বুড়িচং বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM
ব্রাক্ষণপাড়া ( কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিলার
বুড়িচং উপজেলা সদর বাজারে গত শুক্রবার রাতে লকডাউনের মধ্যে ব্যবসা
প্রতিষ্ঠান, একটি নির্মান শ্রমিকের অফিস সহ ৩ টি প্রতিষ্ঠানের সিলিং, টিন
এবং তালা কেটে চোরেরা মালামাল নগদ টাকা সহ দেড় লক্ষাধীক নিয়ে যায় চোরেরা।
বুড়িচং
বাজারের ব্যবসায়ী নাজির মাহমুদ নসির ভূইয়া জানান লকডান চলাকালে ব্যবসা
প্রতিষ্ঠান বন্ধ রাখাছিল। শনিবার দুপুরে আমরা বাজারে এসে হোটেল খুলে টের
পাই চুরির বিষয় টি। তিনি জানান শুক্রবার রাতের যেকোন সময় সংঘবদ্ধ চোরের দল
আমার ভূঁইয়া হোটেলের তিনতলায় ছাদের উপর দিয়ে টিন কেটে ভিতরে ঢুকে প্রয়োজনীয়
কাগজপত্র মালামাল এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়। একই বাজারের বুড়িচং
নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমানের অফিস থেকেও তালা ভেঙ্গে
প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়। জিল্ললুর রহমানের
অফিসের প্রায় ১৫-২০ হাজার টাকার মতো তালা ভেঙ্গে নিয়ে যায়। বাজার এর মুদি
দোকান ব্যবসায়ী মোঃ জাকির হোসেন এর গোডাউন থেকে মালামাল চুরি করে নিয়ে
যাওয়া হয় । শনিবার দুপুর বেলা খাবার খাওয়ার জন্য সবাই অফিসে গিয়ে দেখতে পান
তিনজনের ছাদের উপর দিয়ে টিন এবং সেলিং কেটে ভিতরে প্রবেশ করে প্রয়োজনীয়
কাগজপত্র মালামাল নগদ টাকা চুরি করে নিয়ে যায় । বুড়িচং বাজারের ব্যবসায়ী
নাসির মাহমুদ ভূঁইয়া বলেন সম্ভবত গত রাতে উত্তর বাজার হোটেলের তৃতীয় তলায়
আমি দুপুরবেলা ভাত খাওয়ার শেষে দেখি আমার অফিসের সবকিছু এলোমেলো এবং উপরের
টিন এবং সিলিং কাটা , আমার আইডি কার্ড প্রয়োজনীয় কাগজপত্র এবং নগদ কিছু
টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে । এই বিষয়ে বুড়িচং থানায়
একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।