ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডাঃ ফেরদৌস খন্দকারের অক্সিজেন দেবিদ্বার সরকারি হাসপাতালে প্রদান
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM, Update: 26.07.2021 1:53:32 AM
ডাঃ ফেরদৌস খন্দকারের অক্সিজেন দেবিদ্বার সরকারি হাসপাতালে প্রদাননিজস্ব প্রতিবেদক : দেবিদ্বার সরকারি হাসপাতালে নিউইয়র্ক প্রবাসী শেখ রাসেল ফাউন্ডেশন নিউইয়র্ক শাখার সভাপতি
ডাঃ ফেরদৌস খন্দকার এর অর্থায়নে পরিচালিত পাশে আছি কোভিট ১৯ সেবা কন্ট্রোল রুমের সেচ্ছাসেবকের মাধ্যমে দেবিদ্বার সরকারি হাসপাতালে ২৯৪০০ লিটার অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন রেগুলেটার,
মাস্ক, হ্যান্ডসেনিটািজার, সাবান প্রদান করেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর এর নিকট
স্বাস্থ্য সেবার সরঞ্জাম তুলে দেন
ডাঃ ফেরদৌস খন্দকার এর পক্ষে দেবিদ্বার উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক ডাঃ ফেরদৌস খন্দকার এর সেবা কার্যক্রমের সম্বনয়ক
কাউছার হায়দার, উপজেলা মহিলা শ্রমীকলীগের সদস্য সচিবও পাশে আছি কোভিট ১৯ সেবা কন্ট্রোল রুম এর ইনর্চাজ শাহিনুর লিপি।
এ সময় ডাঃ আহাম্মদ কবীর বলেন - দেবিদ্বার করোনা রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমাদের হাসপাতালে যেন অক্সিজেন এর সংকটে না পরে এ জন্য আমি নিউইয়র্ক প্রবাসী দেবিদ্বারের কৃর্তি সন্তান ডাঃ ফেরদৌস খন্দকার এর নিকট সহযোগিতা চেয়েছি গতকাল আজই তাঁর প্রতিনিধির মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সেবার সরঞ্জাম পাঠিয়েছেন এ কারনে ওনাকে ধন্যবাদ জানাই,
এতে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক মিতা চৌধুরী,মনিন হোসেন,আয়েশ আলী মুক্তা, রিমা আক্তার, আব্দুর রহমান ভুঁইয়া।
ক্যাপশনঃ
দেবিদ্বার এর কৃর্তি সন্তান নিউইয়র্ক শেখ রাসেল ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার এর অর্থায়নে দেবিদ্বার উপজেলার সরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর।