ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় প্রাণ গেলো জাবি অধ্যাপকের
Published : Monday, 26 July, 2021 at 1:15 PM
করোনায় প্রাণ গেলো জাবি অধ্যাপকেরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজিবুর রহমান করোনাভাইরাসে মারা গেছেন। সোমবার (২৬ জুলাই) ভোরে সাড়ে ৪টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষ হয়েছে। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ড. নজিবুর রহমানকে দাফন করা হবে।

ড. নজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের অকাল প্রয়াণে দেশ ও বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হলো। খাদ্য ও পুষ্টি গবেষণায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। নজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন তিনি।

আরেক শোকবার্তায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ শোকসন্তপ্ত পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও তার গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানায়।