ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরালি নিশ্চিত, লঙ্কান অলরাউন্ডার বিক্রি হবেন আইপিএলে
Published : Monday, 26 July, 2021 at 3:05 PM
মুরালি নিশ্চিত, লঙ্কান অলরাউন্ডার বিক্রি হবেন আইপিএলেচলতি শ্রীলঙ্কা সফরে আধিপত্য বিস্তার করেই খেলছে ভারতীয় ক্রিকেট দল। তবে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, ভানিন্দু হাসারাঙ্গার মতো তরুণ খেলোয়াড়রা পারফর্ম করছেন ধারাবাহিকভাবে।

বিশেষ করে ওয়ানডে সিরিজে দারুণ বোলিংয়ের পর, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জোড়া উইকেট নিয়েছেন অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা। যা নজর কেড়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের।

এ স্পিন জাদুকর মনে করেন, আগামী বছরের আইপিএলের নিলামে নিশ্চিতভাবেই বিক্রি হবেন ভানিন্দু। যদিও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবেন না কি না, সে বিষয়ে নিশ্চিত নন মুরালি।

ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে মুরালি বলেছেন, ‘আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর তার (ভানিন্দু) দিকে লক্ষ্য রাখা উচিত। তবে সমস্যা হলো, যদি সে লোকাল প্লেয়ার হতো, তাহলে সহজেই দলে ঢুকে যেতো। কিন্তু বিদেশি খেলোয়াড় হওয়ায়, দেখতে হবে কোন দলের একজন বিদেশি স্পিনার প্রয়োজন।’

তিনি আরও যোগ করেন, ‘এটা খুবই কৌশলী একটা বিষয়। তারা নিশ্চয়ই তাকে কিনবে। কিন্তু তাকে ম্যাচ খেলানো ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সহজ হবে। কারণ অনেক ফ্র্যাঞ্চাইজি বিদেশি স্পিনারের জায়গায় ভারতীয় স্পিনার খেলানোই ভালো মনে করে।’

তবে মুরালি আশাবাদী, একবার সুযোগ পেলেই ভালো করবেন ভানিন্দু। তিনি বলেছেন, ‘সে একটা শুরু পাবে এবং যদি ১-২ ম্যাচ পায় এবং ভালো করে, তাহলে দলে নিয়মিত হয়ে যাবে। সে টি-টোয়েন্টিতে বেশিরভাগ সময়েই ভালো বোলিং করে। সীমিত ওভার ক্রিকেটে সে দারুণ বোলার।’

উল্লেখ্য, আইপিএলের ২০২২ সালের আসরে নতুন করে যুক্ত হবে আরও দুইটি দল। এই আসরের আগে হবে মেগা অকশন। যেখানে নতুন করে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেখার বিষয়, সেই নিলামে কোনো দল ভানিন্দু হাসারাঙ্গাকে কিনে নেয় কি না।