ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু
মোঃ ইলিয়াছ আহমদ
Published : Monday, 26 July, 2021 at 5:56 PM, Update: 26.07.2021 5:59:12 PM
বরুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু কুমিল্লার বরুড়া উপজেলা ২৬ জুলাই করোনায় আক্রান্ত ও উপসর্গ  নিয়ে ৬  জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।  এছাড়া করোনায় আক্রান্ত হয়েছে ৪১ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মমিনা খাতুন (৭২) ও ঝাল গাও গ্রামের হারুনুর রশিদ । করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আবদুল মতিন,  বজলুর রহমান, দেলোয়ার হোসেন ও শহিদ উল্লাহ। আবদুল মতিন ও বজলুর রহমান কে তাকওয়া ফাউন্ডেশন দাফনের ব্যবস্থা করে। 
যে সকল গ্রামে করোনায় আক্রান্ত হয়েছে সে গ্রাম গুলো হলো, বরুড়া গ্রাম বাজার সহ আক্রান্ত ১৭ জন,আড্ডা ৩ জন, জিনসার ও গামারুয়া ২ জন করে। ১ জন করে আক্রান্ত হয়েছে বড় হরিপুর,দিঘলগাও, গোপালনগর,পয়ালগাছা,রামপুর, শাকপুর,ঝাপুয়া,ঢেউয়াতলী, লগ্নসার,পেরুল,ভবানীপুর, বাতাইছড়ি,বাগমারা,ছোটতুলাগাও, দেওড়া,।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের কে সচেতন হতে হবে।মুখে মাস্ক অবশ্যই পড়তে হবে।দোকানে বসে আড্ডা বন্ধ করতে হবে।