Published : Wednesday, 28 July, 2021 at 12:00 AM, Update: 28.07.2021 1:01:09 AM
মাসুদ আলম।।
কুমিল্লায়
করোনাভাইরাসের সংক্রমণ সংখ্যা প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে। বাড়ছে
মৃত্যুর হারও। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে কুমিল্লায়
দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে আবারও। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায়
নতুন করোনা শনাক্ত হয়েছে আরও ৮৫৩ জন। তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন
এলাকায় ২২৭জন। একদিনে করোনা শনাক্তের এ সংখ্যা কুমিল্লায় সর্বোচ্চ। এর গত
একদিন আগে এই জেলায় আক্রান্তের সংখ্যা ছিলো ৮৩৬ এবংং রবিবার ছিলো ৭০১ জন।
মঙ্গলবার নতুন আক্রান্তের রেকর্ড নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো ২৫ হাজার
৫১৮ জনে। এদিকে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় মারা
গেছে আরও ৮ জন। তাদের মধ্যে চারজন নারী এবং চারজন পুরুষ। এ নিয়ে জেলায়
করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৮০ জনে। মঙ্গলবার (২৭ জুলাই) মারা যাওয়া ৮
জনের মধ্যে কুমিল্লার বুড়িচং ও দাউদকান্দিতে দুইজন করে এবং ব্রাহ্মণপাড়া,
চৌদ্দগ্রাম, দেবিদ্বার ও বরুড়ায় একজন করে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল
সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫ জন নমুনা পরীক্ষা
করিয়েছেন। তাদের মধ্যে ৮৫৩ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ
হয়েছেন ৩৭২ জন।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দেখানো হয়েছে ৪১ দশমিক ৩ শতাংশ।
আক্রান্তদের
মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২৭ জন, আদর্শ সদরে ২৭জন, সদর দক্ষিণে
২১জন, বুড়িচংয়ে ৪৫ জন, ব্রাহ্মণপাড়ায় ২৭ জন, চান্দিনায় ৪৪জন, চৌদ্দগ্রামে
৪৮ জন, দেবিদ্বারে ৫৬ জন, দাউদকান্দিতে ৫৫জন, লাকসামে ২৫ জন, লালমাইয়ে ২৪
জন, নাঙ্গলকোটে ৫২ জন, বরুড়ায় ৭৫ জন, মনোহরগঞ্জে ৪৪জন, মুরাদনগরে ৫৬জন,
মেঘনায় ১০জন, তিতাসে দুইজন এবং হোমনায় ১৬ জন।