যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে এক জন মারা গেছেন।
বুধবার (২৮ জুলাই) সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত ছয় জনের মধ্যে তিন জন পুরুষ ও তিন জন নারী। উপসর্গে মারা গেছেন এক জন নারী। তাদের বয়স ৩০ থেকে ৭০ বছরের মধ্যে।
যশোর জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ রেড জোনে ভর্তি রয়েছেন ৮৬ জন এবং ইয়েলো জোনে ৩২ জন।
যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, যশোরে গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৫৬ শতাংশ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ও খুলনা মেডিক্যাল কলেজসহ চারটি স্থানে নমুনা পরীক্ষা করা হয়।