ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা দিতে লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু
Published : Wednesday, 28 July, 2021 at 1:12 PM
ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা দিতে লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো ইকবাল (৪৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের বিএমএ ভবনে এ ঘটনা ঘটে। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বর ও ঠান্ডাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ইকবাল। আজ করোনা পরীক্ষা করতে তাকে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার অপেক্ষায় ছিলেন। এসময় অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, করোনাভাইরাস সাসপেক্টেট ছিলেন ইকবাল। সকালে হাসপাতালে করোনা পরীক্ষা করতে লাইনে দাঁড়ান। এই অবস্থায় তিনি অচেতন হয়ে পড়লে জরুরি  বিভাগে নিয়ে আসা হয়। এর আগেই তিনি মারা যান।