ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চলে গেলেন ক্রিকেট পাড়ায় সবার প্রিয় ‘সিজার ভাই’
Published : Thursday, 29 July, 2021 at 12:00 AM
চলে গেলেন ক্রিকেট পাড়ায় সবার প্রিয় ‘সিজার ভাই’ব্যক্তি ও কর্ম জীবনে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা। নাম কমোডর মুজিবর রহমান। কিন্তু প্রথম জীবনে, ৫০-এর দশকে তুখোড় ক্রিকেটারও ছিলেন। দেশের ক্রিকেট পাড়ায় তার ছিল অবাধ যাতায়াত। ক্রিকেট অঙ্গনে সবাই তাকে ডাকতো ‘সিজার ভাই’ বলে। সেটাই হয়ে গেছে তার ডাক নাম।
অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, আইসিসি ট্রফিতে টিম বাংলাদেশের প্রথম ম্যানেজার কমোডর মুজিবর রহমান সিজার আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে ৮৪’র বেশি বয়সী কমোডর মুজিবর রহমান বার্ধক্যজনিত কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কানাডায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন। সেখানেই ছিলেন গত বেশ কয়েক বছর।
১৯৭৯ সালে প্রথম আইসিসি ট্রফিতে টিম বাংলাদেশের ম্যানেজার হিসেবে ইংল্যান্ড গিয়েছিলেন তিনি। ১৯৮১ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ১৯৮৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া ২০০৩ সালে বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতা অনুসন্ধান ও কারণ খুঁজে বের করার জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির চেয়ারম্যানও ছিলেন কমোডর মুজিবর রহমান।