সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১৭ জন মারা গেছেন। একই সময়ে রেকর্ড ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৮ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৩৬ জনের মধ্যে ২৮৮ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ১১৬, হবিগঞ্জের ৫৪ ও মৌলভীবাজারের ২২৫ জন রয়েছেন।
এদিকে, সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে ২৪ ঘণ্টায় মৃত সাত জনের মধ্যে নয় জন সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজারের দুই, সুনামগঞ্জে এক ও ওসমানী মেডিক্যালে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫৫ জনে। তাদের মধ্যে সিলেটে ৫১৬, সুনামগঞ্জে ৪৮, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ৫৫ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় জন মারা গেছেন।