ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোভিড: বাবার দাফন শেষ, খবর এল ছেলের মৃত্যুর
Published : Thursday, 29 July, 2021 at 12:00 AM
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
এরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মাহবুব উল্লাহ চৌধুরী বাড়ির বাসিন্দা আবু সৈয়দ চৌধুরী (৬৫) ও তার পুত্র মো. আলমগীর (৩৫)।
দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন বলে বোয়ালখালীর ইউএনও নাজমুন নাহার জানিয়েছেন।
চরখিজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য হোসনে আরা বেগম বলেন, চিকিৎসাধীন অবস্থায় আবু সৈয়দ মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যান।
“বুধবার সকালে উনার দাফন কাজ সম্পন্নের প্রস্তুতির সময় খবর আসে তার ছেলে আলমগীরও মারা গেছেন।বিকালে তারও দাফন হয়।”
চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ শুরুর পর মফস্বল এলাকাতেও রোগীর সংখ্যা বাড়ছে।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যেও মফস্বলের লোকজনই বেশি বলে চিকিৎসকদের ভাষ্য।
বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯১৫ জন; মৃত্যু হয়েছে ১৭ জনের।
এর মধ্যে সাতজন মহানগরী এবং বাকি ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।