ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কঠোর লকডাউনে মানবেতর জীবনযাপন করছে ব্রাহ্মণপাড়ার বেদে-পল্লী
Published : Thursday, 29 July, 2021 at 12:00 AM, Update: 29.07.2021 12:48:59 AM
কঠোর লকডাউনে মানবেতর জীবনযাপন করছে ব্রাহ্মণপাড়ার বেদে-পল্লীইসমাইল নয়ন।।
কঠোর লকডাউনে মানবেতর জীবনযাপন করছে ব্রাহ্মণপাড়ার বেদে-পল্লীতে বসবাসকারী বেদে পরিবাররের সদস্যরা। সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদে বেদে পল্লীটি অবস্থিত। এগারটি পরিবারের প্রায় ৪০জন সদস্য নিয়ে তারা এখন কঠিন লকডাউনে মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে বেদে পল্লীতে বসবাসকারী মজিব মিয়া জানান, স্বামী স্ত্রীসহ তাদের দুই ছেলের সংসার। কঠোর লকডাউনে কোন কাজকর্ম না থাকায় খেয়ে না খেয়ে আমরা এখন দিনাপাত করছি। বাতাসী বেগম জানান,মানুষের বাড়িতে গেলেই আজকাল তাড়িয়ে দেয়। আমরা দৈনন্দিন শিংগা,শিংগা লাগানো,ঝাড়ফুক এবং বিভিন্ন ধরনের তাবিজ কবজ এবং পুরুষরা সাপ ধরা,স্বর্ণ তোলা,সাপের খেলা দেখিয়ে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে আমাদের সংসার জীবন চলে। কিন্তু সরকার ঘোষিত লকডাউনে এখন আমাদের কাজকর্ম একদমই নেই। সে কারনে এখন আমরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। এছাড়াও কাকলি বিবি বলেন, গত ১৫-২০ দিন পূর্বে উপজেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছি। যা ছিল আমাদের জন্য অতি নগন্য। এছাড়া তিনি আরো বলেন,এইবেলা ছেলেমেয়েদের নিয়ে একবেলা খেলে আরেক বেলা খাবার জোটে না আমাদের, শাক তুলে এনে সিদ্ধ করেছি,ছেলেমেয়েদের নিয়ে খাবো। টাকার অভাবে বাজারে গিয়ে খরচ করা সম্ভব হয়ে উঠে না। তাই এখন পর্যন্ত আমরা খুবই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
সরকার যদি আমাদেরকে একটু খাদ্য সামগ্রী ব্যবস্থা করে দেয় তাহলে খুবই উপকার হতো।
এ ব্যপারে সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তফা ছারোয়ার খান বলেন, বেদে সম্পদায়ের লোকজনকে এন আইডি না থাকায় ইউনিয়ন পরিষদের পহ্মে তাদের কে সহায়তা করতে পারছি না। তবে উপজেলা প্রশাসন তাদেরকে কিছু দিন পূর্বে সহায়তা করেছে।