লকডাউন মানতে অবিরাম কাজ করছে সেনাবাহিনী ও বুড়িচং উপজেলা প্রশাসন
Published : Thursday, 29 July, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী ২৩ জুলাই থেকে সারা দেশ ব্যাপী সর্বাত্মক লকডাউন
মানার অংশ হিসেবে অবিরাম কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ দল ও বুড়িচং উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বুড়িচং উপজেলা থেকে বাকশীমূল কালিকাপুর সড়কে যাতে যানবাহন চলাচল করতে না পারে সে জন্য উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উত্তর দিক থেকে বাঁশ দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। পাশাপাশি উপজেলার উল্লেখযোগ্য সড়ক ও সড়কের মুখ পথে থানা পুলিশ ও গ্রাম পুলিশের বিভিন্ন সহযোগিতা নিয়ে লকডাউন মানতে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। অধিকন্তু, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন উপজেলা সদরের বাজারে চেক পোস্ট বসিয়ে গতকাল বিকেল পর্যন্ত সময়ে অযথা যাতে কোন যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে পরিদর্শন কার্যক্রম জোরদার করেন। এসময় সঙ্গীয় পুলিশ ফোর্সগণ উপস্থিত ছিলেন। এছাড়া, গত ২৭ ও গতকাল ২৮ জুলাই উপজেলার বিভিন্ন স্থান ও হাট বাজারে লকডাউন মানতে এবং সচেতনতা সৃষ্টিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা ও আদায় করা হয়। সঠিক কাগজপত্র না থাকায় বিভিন্ন গাড়ীর চালক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাজ থেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ সাবিনা ইয়াছমিন ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন আরা ২৮ টি বিভিন্ন মামলায় প্রায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা প্রশাসন ও পরিষদের
অন্যান্যরা উপস্থিত ছিলেন।