মা-বাবার কবরের পাশে শায়িত হবেন আলী আশরাফ
Published : Saturday, 31 July, 2021 at 12:00 AM
বিশেষ
প্রতিনিধি: সরকারি প্রতিশ্রতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি
সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র প্রথম
নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশান আজাদ মসজিদে।
রাত ৯টায় ওই মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা শেষে ভোরে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) নিয়ে যাওয়া হবে।
শনিবার সকাল ১১টায় তাঁর নিজ প্রতিষ্ঠিত উপজেলা সদরের চান্দিনা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজে জানাজা।
বাদ
যোহর চান্দিনার নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ও বাদ আসর তাঁর নিজ
গ্রাম গল্লাই গ্রাম গল্লাই ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে চতুর্থ জানাজা
অনুষ্ঠিত হবে।
এছাড়া বাদ আসর শেষ নামাজে জানাজার পূর্বে রাষ্ট্রীয়
মর্যাদা দেওয়া হবে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’কে। এসময়
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ
উপস্থিত থাকার কথা রয়েছে।
সব শেষে তাঁর পিতা মরহুম ইসমাইল হোসেন মুন্সি ও মাতা মরহুমা শামছুন্নাহার এর পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে প্রবীণ ওই সাংসদকে।
বিষয়টি
নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে স্টেটাস দেন অধ্যাপক মো.
আলী আশরাফ এমপি’র একমাত্র এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু।
প্রসঙ্গত,
শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন
কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ ওই সংসদ সদস্য
অধ্যাপক মো. আলী আশরাফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।