ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আলী আশরাফের মৃত্যুতে বিভিন্ন এমপি ও নেতৃবৃন্দের শোক
Published : Sunday, 1 August, 2021 at 12:00 AM, Update: 01.08.2021 12:37:30 AM
আলী আশরাফের মৃত্যুতে বিভিন্ন এমপি ও নেতৃবৃন্দের শোকনিজস্ব প্রতিবেদক: বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনের সংসদ সদস্য,সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এবং কুমিল্লা-৫ আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খান।
শোকবার্তায় তারা বলেন, অধ্যাপক মো: আলী আশরাফ তার রাজনৈতিক জীবনে জনকল্যাণে কাজ করে গেছেন। তিনি আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের ওই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অত্যন্ত বিনয়ী ও প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন নেতাকে হারালাম। কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিকের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
অধ্যাপক আলী আশরাফ এমপি শুক্রবার বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটে ঢাকার স্কোয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর  বয়স হয়েছিল ৭৪ বছর। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসন থেকে ৫ বার এমপি নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা  বিষয়ক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন
এদিকে অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আরো গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন ব্রাক্ষণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, ব্রাক্ষণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের , যুগ্ম সম্পাদক মোস্তফা সারোয়ার চেয়ারম্যান, মোঃ মনির হোসেন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মেঃ রেজাউল করিম খোকন,  অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।