ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডেঙ্গুতে মারা গেলেন তিতাসের প্রকৌশলী, আক্রান্ত নাঙ্গলকোটের মেয়র
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM, Update: 02.08.2021 12:28:45 AM
ডেঙ্গুতে মারা গেলেন তিতাসের প্রকৌশলী, আক্রান্ত নাঙ্গলকোটের মেয়রনিজস্ব প্রতিবেদক। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিতাস উপজেলা প্রকৌশলী মো: ওয়াহেদুর রহমান (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ১ আগস্ট রবিবার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন।
এলজিইডি, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াহেদুর রহমান কর্মজীবনে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলজিইডি, কুমিল্লার সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী গভীরভাবে শোকাহত।
অপরদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক। তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।