ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশ সিরিজ সম্প্রচারে আগ্রহ নেই অস্ট্রেলিয়ার কোনো চ্যানেলের
Published : Monday, 2 August, 2021 at 3:56 PM
বাংলাদেশ সিরিজ সম্প্রচারে আগ্রহ নেই অস্ট্রেলিয়ার কোনো চ্যানেলেরচার বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে তার চেয়েও বড় কথা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

এর আগের মুখোমুখি দেখায় সব ম্যাচই ছিল বিশ্বকাপে।

সিরিজটি মাঠে গড়ানোর আশায় অস্ট্রেলিয়ার সব শর্ত মাথা পেতে মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক কথায় পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি।

আর মহাগুরুত্বপূর্ণ এই সিরিজটি দেখতে পারবেন না অস্ট্রেলীয়রাই। মানে  এ সিরিজের কোনো ম্যাচই যে সরাসরি দেখা যাবে না অস্ট্রেলিয়া থেকে।

এর কারণ একটাই। সিরিজের ম্যাচগুলো দেখানোর ব্যাপারে এখন পর্যন্ত আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সোমবার বলেন, ‘আমার জানামতে অস্ট্রেলিয়াতে এখনো কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি। সোমবারের মধ্যে যদি সেটি না হয়, তাহলে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে না।’

এ প্রতিবেদন লেখার সময়ও অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।

উল্লেখ্য, খেলা সম্প্রচারের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার সঙ্গে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস।

ফক্সের টিভি গাইডে সোমবারের সূচিতে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজের সময় ইংল্যান্ড-ভারত টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ ও দ্য হান্ড্রেডই শুধু সরাসরি সম্প্রচার করবে তারা। অর্থাৎ  বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো ফক্সের টিভি দেখাবে না বলেই অনেটা নিশ্চিত।