ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রংপুর বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু
Published : Monday, 2 August, 2021 at 4:18 PM
রংপুর বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যুরংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরে ২, দিনাজপুরে ২, গাইবান্ধায় ৩, ঠাকুরগাঁওয়ে ৩, লালমনিরহাট ১, নীলফামারী ১ ও পঞ্চগড় জেলার ২ জন করে রয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে। এপর্যন্ত রংপুরে ২০৮ জন, পঞ্চগড়ে ৬০ জন, নীলপামারীতে ৬৮ জন, লালমনিরহাটে ৫৬ জন, কুড়িগ্রামে ৫৪ জন, ঠাকুরগাওয়ে ১৮৫ জন, দিনাজপুরে ২৭২ জন এবং হাইবানাধায় ৪৭ জন  মৃত্যুবরণ করেছেন। 
নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৭৫ জনের দেহে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১ হাজার ৯৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৬৭, দিনাজপুরে ৯৭, রংপুরে ১৫৪, পঞ্চগড়ের ৪৮, কুড়িগ্রামের ৭৯, নীলফামারী ৬১, গাইবান্ধা ৪৪ ও লালমনিরহাট জেলায় ২৫ জন রয়েছে। রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুরে ২৭২  ও রংপুরে ২০৮ জন।