ব্রাহ্মণপাড়ায় ইউপি সদস্য হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
ইসমাইল নয়ন
Published : Monday, 2 August, 2021 at 5:29 PM
গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপি সদস্য হত্যা মামলার আসামী বাবা-ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ইউপি সদস্য খলিল খান মেম্বার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল মজিদ (৪২) এবং তার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০) আটক করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য খলিল খান মেম্বারকে হত্যা মামলায় গত মে মাসের ৭ তারিখ মামলা করলে পুলিশ আসামীদের গ্রেপ্তার করে। সোমবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।