ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইসমাইল নয়ন
Published : Monday, 2 August, 2021 at 5:41 PM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তারব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে  অভিযান চালিয়ে স্কাপ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স রবিবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে ৭০ বোতল স্কাপ সিরাপসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা উপজেলার বড় গাংগাইল গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে মোঃ শাহাদাত হোসেন (১৯) কে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছে থানা পুলিশ। সোমবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।