ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিপুল পরিমাণের গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM, Update: 04.08.2021 12:55:18 AM
বিপুল পরিমাণের গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণের গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকের গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্ডায় অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকের গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী আহম্মেদ ফারুক (৪০) কামড্ডা গ্রামের মসজিদ বাড়ির বাসিন্দা।
লাকসাম থানার সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি বস্তায় লুকিয়ে রাখা ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজাসহ আহম্মেদ ফারুক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীকে বুধবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, নির্দেশক্রমে লাকসাম থানার ওসির নেতৃত্বে অভিযানে ছিলেন, এসআই কিশোর কুমার দে, এএসআই ফয়েজ আহম্মদসহ সঙ্গীয় ফোর্স।