অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ ক্রিকেট দল। একই সঙ্গে এ জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।
বুধবার (৪ আগস্ট) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে দুই দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টস হেরে গেছে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। বুধবার (৪ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় ওভারে এসে অজি ওপেনার অ্যালেক্স ক্যারিকে সাজঘরে পাঠালেন স্পিনার শেখ মেহেদী হাসান। বিদায়ের আগে ক্যারি ১১ বল খেলে ২টি চার মেরে ১১ রান করেন। মেহেদী হাসান প্রথম ম্যাচে প্রথম বলেই সাফল্য এনে দিয়েছিলেন অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে। দ্বিতীয় ম্যাচেও দলের প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তিনি।
এর আগে, গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩১ রানের সম্বল নিয়ে সফরকারী অস্ট্রেলিয়াকে ১০৮ রানেই অলআউট করেছে বাংলাদেশ। ফলে ২৩ রানে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া একাদশ-
অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ একাদশ-
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।