Published : Friday, 6 August, 2021 at 12:00 AM, Update: 06.08.2021 12:12:49 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জ্যেষ্ঠ
পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবাষির্কী
উপলক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার
সকালে গোমতী নদীর তীরে শুভপুর এলাকায় শেখ কামাল ক্রিড়া পল্লীতে বৃক্ষরোপণ
কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
এর আগে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বিপিএম।
এসময়
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফরেস্ট অফিসার নরুল করিম, অতিরিক্ত জেলা
প্রশাসক সায়েদুল আরেফিন ও শাহাদাত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট
আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, জেলা ক্রিড়া
সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেল, ৫ নং পাঁচথুবী ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলসহ আরো অনেকেই।