‘সাড়ে ৭ কোটি সিনোফার্মার অর্ডার দেওয়া হয়েছে’
Published : Friday, 6 August, 2021 at 12:00 AM
চীনের
সিনোফার্মার কাছ থেকে সাড়ে ৭ কোটি টিকা অর্ডার দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে
দেড় কোটির টাকা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান এ মাসে
কোভ্যাক্স এর আওতায় সিনোফার্মার ৩৪ লাখ ও ১০ লাখ অন্য টিকা পাওয়া যাবে।
তিনি
আরও বলেন, এছাড়া ফাইজার থেকে আগামী মাসে ৬০ লাখ টিকা আসবে। তারা জানতে
চেয়েছে আমাদের টিকা রাখার ব্যবস্থা আছে কিনা এবং তাদের ইতিবাচক জবাব
দিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, আমরা সিনোফার্ম ৭৫
মিলিয়ন অর্ডার করেছি। এরমধ্যে ১৫ মিলিয়নের টাকা দিয়েছি। আমরা চাই আমাদের
দেশের অর্ধেক নাগরিককে ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন না নিলে মৃত্যুহার বেশি।
দুই
মাসের মধ্যে অর্ধেক জনগোষ্ঠীকে টিকা দেওয়ার কথা থেকে কী সরে এসেছি প্রশ্নে
তিনি বলেন, প্রত্যেক সপ্তাহে এক কোটি দিতে চেয়েছিল। তার মানে আট সপ্তাহ
অর্থাৎ আট কোটি। মানে আমাদের দেশের অর্ধেক লোক। আমরা সব সাপ্লাই একসাথে এনে
রাখতে পারি না, ফেইজওয়াইজ ভ্যাকসিন আসছে। সেভাবেই কাজ চলছে তবে একটু এদিক
ওদিক হতে পারে।
আগামীতে কোন জায়গা থেকে কতগুলো টিকা আসবে বলতে গিয়ে তিনি
বলেন, এছাড়া ভারত আমাদের জানিয়েছে তাদের অবস্থা উন্নতি হচ্ছে এবং আরেকটু
ভাল হলে তারা কথা রাখবে। এবং আমাদের টিকা দেবে