ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদক পাচারকারী ধরতে র‌্যাবের চেকপোস্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেযানজট
Published : Friday, 6 August, 2021 at 12:00 AM, Update: 06.08.2021 12:13:52 AM
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেযানজটনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গাজীপুর এলাকায় র‌্যাব সদস্যরা চেকপোস্ট বসিয়ে পরিবহন আটকে তল্লাশি চালায়। এতে গাজীপুর থেকে দাউদকান্দির আমিরাবাদ পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। এই যানজটে আটকা পড়ে প্রচ- গরমে দুর্ভোগে পড়েন যানবহনের চালক ও ঢাকাগামী যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা যায়, মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদক ঢাকায় নিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির গাজীপুর এলাকায় চেকপোস্ট বসায়। চেকপোস্টে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত টানা দেড় ঘণ্টা যানবাহন আটকে তল্লাশি চালান তারা। এতে মহাসড়কের আমিরাবাদ থেকে গাজীপুর পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ঢাকাগামী যানবাহনের যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সকাল পৌনে নয়টার দিকে ঢাকাগামী কাভার্ড ভ্যানচালক ফাহিম মিয়া বলেন,
শহীদনগর এসে হঠাৎ করে যানজটে আটকে গেলাম। একে তো প্রচ- গরম, এর মধ্যে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি।
কক্সবাজার থেকে ঢাকাগামী বিশেষ বাসের যাত্রী মাজেদুল আলম বলেন, টিকা নিতে ঢাকায় যাচ্ছেন তিনি। কিন্তু এই যানজটে আটকে পড়ায় সময়মতো টিকাকেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, সেটি নিয়ে দুশ্চিন্তায় আছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক জানান, র‌্যাব-৩ এর সদস্যা একটি গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টের কারণে পরিবহনে তল্লাশি চালায়। এ কারণে কঠোর বিধিনিষেধের মধ্যেই হঠাৎ করে কিছু সময়ের জন্য মহাসড়কের ঢাকার পথে পরিবহনের জটের সৃষ্টি হয়েছে। কিন্তু বর্তমানে মহাসড়ক একেবারে স্বাভাবিক রয়েছে।