প্রায় চার সপ্তাহ ধরে নিখোঁজ সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে (৩৬) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই কলেজ শিক্ষককে হত্যার পর লাশ টুকরা টুকরা করে স্কুলের মাঠে পুঁতে ফেলা হয়েছে, আর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দূরের একটি ডোবায় ফেলা দেওয়া হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। লাশের সবগুলো টুকরা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
আজ সোমবার (৯ আগস্ট) সকালে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব অভিযান চালিয়ে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যাকাণ্ডের মূল হত্যাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধার অভিযান চলছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন অধ্যক্ষ মিন্টু। গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকার ওই ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি। পরে ২২ জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।