ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সর্বশেষ ৩ বছর আগে পোশাক কিনেছেন গ্রেটা থানবার্গ
Published : Tuesday, 10 August, 2021 at 2:09 PM
সর্বশেষ ৩ বছর আগে পোশাক কিনেছেন গ্রেটা থানবার্গজলবায়ু পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখায় ফ্যাশন ইন্ডাস্ট্রির কঠোর সমালোচনা করেছেন সুইডেনের জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। ভোগ স্ক্যানডিনেভিয়া ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পরিবেশ বিপর্যয়ে ভূমিকা রাখায় ফ্যাশন ব্র্যান্ডগুলোর দায় নেওয়া প্রয়োজন। ভোগ স্ক্যানডিনেভিয়া ম্যাগাজিনের প্রথম সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছেন ১৮ বছর বয়সী থানবার্গ।

সাক্ষাৎকারে গ্রেটা থানবার্গ জানান, সর্বশেষ তিন বছর আগে নতুন পোশাক কিনেছেন তিনি। আর সেটাও ছিলো একটি সেকেন্ড হ্যান্ড পোশাক। তিনি জানান পরিচিত মানুষদের কাছ থেকে জিনিস ধার করেন তিনি।

রবিবার ভোগ স্ক্যানডিভেনিয়ার প্রচ্ছদের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন গ্রেটা থানবার্গ। এতে তাকে অতিরিক্ত বড় আকারের একটি ট্রেঞ্চ কোট পরে একটি জঙ্গলে বসে ঘোড়াকে আদর করতে দেখা গেছে। টুইট বার্তায় তিনি মৌসুমী চাহিদা মেটানোয় কম খরচের পোশাক উৎপাদনের সমালোচনা করেন। থানবার্গ বলেন ব্যাপক আকারে পোশাক উৎপাদনের সিস্টেম বদল করা উচিত।

জাতিসংঘ বলছে, ধারণা করা হয়ে থাকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দূষণ উৎপাদনকারী শিল্পখাত ফ্যাশন ইন্ডাস্ট্রি। জাতিসংঘের হিসেব অনুযায়ী বিশ্বের ২০ শতাংশের বর্জ্যপানি উৎপাদন করে এই খাত। ফ্যাশন ইন্ড্রাস্টি প্রতিবছর প্রায় ৯৩ বিলিয়ন কিউবিক লিটার পানি ব্যবহার করে, যা দিয়ে বেঁচে থাকতে পারে প্রায় ৫০ লাখ মানুষ।