Published : Wednesday, 11 August, 2021 at 12:00 AM, Update: 11.08.2021 2:18:50 AM
মাসুদ আলম।।
লকডাউন
শিথিলের ঘোষণায় কুমিল্লাজুড়ে জীবন যাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে পড়েছে।
১৯দিনের লকডাউন শেষে শিথিলের ঘোষনায় আগের দিনই জীবন যাত্রা স্বাভাবিক হয়ে
পড়ে স্বাস্থ্যবিধি ভেঙ্গে পড়েছে। কুমিল্লার বিভিন্ন টার্মিনাল থেকে কোন
প্রকার গণ পরিবহন ছেড়ে না গেলেও অন্য সব কিছুই ছিল স্বাভাবিক। সাধারণ
মানুষের মাঝে তেমন সচেতনা লক্ষ্য করা যায়নি। প্রশাসনিক ভাবেই তেমন কঠোর
পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
মঙ্গলবার ১০ আগস্ট সকাল থেকে শহরের
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নগরী জুড়ে রিকশা, ব্যাটারি ও সিএনজি চালিত
অটোরিকশাসহ সাধারণ মানুষের চলাচল আগের মতই স্বাভাবিক রয়েছে। কিছু কিছু
সচেতন মানুষকে মাস্ক পড়ে চলাচল করতে দেখা গেলেও অনেকেই আবার মাস্ক ছাড়াই
চলাচল করতে দেখা গেছে। আবার অনেকে প্রশাসনের ভয়ে থুতনিতে রাখছে মাস্ক।
এদিকে
কুমিল্লার আন্তঃজেলা শাসনগাছা, চকবাজার ও জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে
কোন প্রকার গণপরিবহন ঢাকা এবং আন্তঃজেলার কোন রোডে ছেড়ে যায়নি। রেলস্টেশন
থেকেও কোন রেল চলাচল করেনি।
কিন্তু সকালে কুমিল্লার বাজারগুলোতে
ক্রেতাদের উপচে পড়া ভীড়। সেখানেও মানা হয়নি স্বাস্থ্য বিধি। মাছ-মাংস ও
সবজি বাজারে আসা অনেক ক্রেতাকেই মাস্ক ছাড়াই বাজারে ঘুরা ফেরা করতে দেখা
গেছে।
এদিকে কুমিল্লার রাজগঞ্জ ও রাণীরবাজার বাজারেও ক্রেতাদের ভীড়
লক্ষ্য করা গেছে। মাস্ক বিহীন কোন ক্রেতার কাছে পন্য বিক্রির নিষেধাজ্ঞা
থাকলেও প্রশাসনের এই নির্দেশনা কোন ব্যবসায়ী মানতে দেখা যায়নি।
অপর
দিকে কুমিল্লা কান্দিরপাড়, রাণীরবাজার, টমছম ব্রিজ, চকবাজার, শাসনগাছা ও
রাজগঞ্জসহ শহরে অবস্থিত বৃহৎ খুচরা বিপনন কেন্দ্র ও অলিগলির দোকানপাট খুলতে
দেখা গেছে। স্বাভাবিক পরিবেশের মতো ব্যবসায়ীরা বেচাকেনা করতেও দেখা গেছে।
মিজানুর
রহমান নামে এক পথচারী জানান, লকডাউনের শেষ দিনে মানুষের জীবন যাত্রা
স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ১১ আগস্ট লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে
সরকার। কিন্তু শিথিলের খবরেই কুমিল্লায় জীবনযাত্রা স্বাভাবিক হয়ে পড়েছে।
মানুষ সরকারের বিধিনিষেধ মানছেন না। অনেকে মাস্কও ব্যবহার করছেন না। তাহলে
কিভাবে দেশ থেকে করোনাভাইরাস নির্মূল করবে সরকার।
কুমিল্লা জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, আগামীকাল (আজ) থেকে লকডাউন শিথিল
হলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।