ভারতের বিপে সিরিজ খেলে শ্রীলঙ্কার আয় ১০৭ কোটি
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM
শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে আর টি-টোয়ন্টি সিরিজ খেলতে যাওয়া ভারতীয় দল নিয়ে কম বিতর্ক হয়নি। খোদ অর্জুনা রানাতুঙ্গা বলেছেন, ভারত দ্বিতীয় শ্রেণির দল পাঠিয়ে লঙ্কানদের অপমান করেছে। এরপর ভারত ওয়ানডে সিরিজ জিতলেও শ্রীলঙ্কা জিতে নেয় টি-টোয়েন্ট সিরিজ। আর এই দুই সিরিজ আয়োজন করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আয় করেছে বিপুল পরিমাণ অর্থ। যা অনেকদিন ধরে আর্থিক সংকটে ভূগতে থাকা লঙ্কান বোর্ডের কাছে বিশাল কিছু।
আন্তর্জতিক গণমাধ্ম্যম জানিয়েছে, ভারতের বিপে হোম সিরিজ থেকে শ্রীলঙ্কার আয় হয়েছে ১০৭ কোটি রুপি। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা এই লাভের পরিমাণ জানিয়ে বলেন, 'প্রথমে ভারতের সঙ্গে শুধু ৩ টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এক পর্যায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য অনুরোধ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি। এতে ভারতীয় বোর্ড রাজি হয়ে যায়। দুটি সিরিজ আয়োজিত হওয়ায় লঙ্কান বোর্ড আর্থিকভাবে লাভবান হয়েছে।'
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন শিখর ধাওয়ান। একই সময়ে বিরাট কোহলির নেতৃত্বে মূল দলটি ছিল ইংল্যান্ড সফরে। শ্রীলঙ্কা সফরে অভিষেকই হয়েছে ভারতের ৬ জনের। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ডি সিলভা বলেন, 'মহামারির সময়ও ভারতীয় বোর্ড এবং ভারত সরকার যেভাবে দল পাঠিয়েছে, সেটা দুই দেশের ভালো সম্পর্কের জন্যই সম্ভব হয়েছে।'