ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক
Published : Thursday, 12 August, 2021 at 12:00 AM, Update: 12.08.2021 1:19:18 AM
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মোগলটুলি ও লালমাই উপজেলার খিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৩৩৩ পিস ইয়াবা এবং ১০ কেজি গাঁজা।
আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে সদর উপজেলার মোগলটুলি এলোকার একেনুর রহমানের ছেলে মোঃ রানা, একই এলাকার মৃত ইফতেখারের ছেলে মোঃ ছালিম, সদর দক্ষিণ উপজেলার একবালিয়া (উত্তর পাড়া) গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোঃ আব্দুল জলিল, চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ইয়াকুব মজুমদার এবং কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফুল মিয়া।
র‌্যাব জানায়, গত ১১ আগস্ট মধ্য রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার মোগলটুলি এলাকায়বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩৩ (তিনশত তেত্রিশ) পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। এছাড়াও র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক আরেকটি অভিযানে১১ আগস্ট ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার লালমাই থানার ললাই খিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি ৮ শ’ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব-১১ কুমিল্লার উপ পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্টথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।