ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় দুই দিনের ব্যবধানে করোনায় মা মেয়ের মৃত্যু
Published : Thursday, 12 August, 2021 at 12:00 AM, Update: 12.08.2021 1:19:06 AM
কুমিল্লায় দুই দিনের ব্যবধানে করোনায় মা মেয়ের মৃত্যুমাসুদ আলম ||
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে দুই দিনের ব্যবধানে মারা গেলেন মা ও মেয়ে। বুধবার (১১ আগস্ট) সকালে কুমিল্লার বরুড়া উপজেলার লহ্মীপুর গ্রামের আবদুল লতিফ মৌলভীর স্ত্রী জয়নবের নেছা (৭৫) করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে রবিবার রাত দেড়টায় কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মেয়ে ফাতেমা বেগম (৫৮)। স্বল্প সময়ের ব্যবধানে মা-মেয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফাতেমা আক্তারের ছেলে সাইদুর রহমান তার মা ও নানুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুবরণ করা জয়নবের ভাতিজি সাহিদা আক্তার জানান, ফুফু গত শনিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি হন। একদিন পর রবিবার ফুফুর বড় মেয়ে ফাতেমা বেগম প্রচ- শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সোমবার ভোর রাতে ফাতেমা আক্তার মৃত্যুবরন করেন। তার একদিন পরই বুধবার সকাল সাড়ে ৮টায় ফুফু মারা যান। মারা যাওয়ার আগে ফুফু গতকাল জানতে চেয়েছেন তার বড় মেয়ে কেন তাকে দেখতে আসছেন না। তার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে তাকে জানানো হয়নি।
ফাতেমা আক্তার কুমিল্লা সিটি করপোরেশনের ২৪নম্বর ওয়ার্ডের সালমানপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।