কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করেছে র্যাব। কোতয়ালী থানার আড়াইওড়া ও সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো জেলার কোতয়ালী থানার আড়াইওরা গ্রামের মতিন মিয়ার ছেলে মো: পারভেজ মিয়া(২৮) ও একই জেলার লাকসাম থানার তুলতলি বেলঘর গ্রামের মো: জসিম মিয়ার পুত্র মো: ফাহিম হোসেন (২২)।
বৃহস্পতিবার ১২ আগস্ট গভীর রাতে র্যাবের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব ১১, কুমিল্লা এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মো: সাকিব হোসেন জানান, মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় দুই মাদক ব্যবসায়ীকে পৃথক অভিযানে আটক করে র্যাব। আটকের সময় তাদের কাছ থেকে ২টি মোটর সাইকেল, ৫ কেজি গাঁজা ও ৮৮ বোতল ফেন্সিডিল জব্দ করে। তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদক পরিবহনের কাজে এই দুই মোটরসাইকেল ব্যবহার করতো আটক দুই মাদক ব্যবসায়ী।