ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে অবাক ডমিঙ্গো
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই স্কোয়াড ঘোষণার সাথেই বিশ্বকাপের দলও ঘোষণা করেছে কিউইরা। যেখানে নাই বাংলাদেশে ডাক পাওয়া কোন ক্রিকেটার।
নিউজিল্যান্ডের দল ঘোষণার এই অবস্থা থেকে অবাক হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে আমি কিছুটা অবাক হয়েছি। তবে নিউজিল্যান্ডে এখন অনেক ভালো ক্রিকেটার রয়েছে। তাদের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে। তারা কাকে কাকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই, অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না। এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো।’
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। ডমিঙ্গোর বিশ্বাস ঘরের মাঠে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখলে নিউজিল্যান্ডকেও সিরিজ হারানো যাবে। তিনি বলেন, ‘আমরা দেশের মাটিতে ভালো করছি। আমি মনে করি, নিউজিল্যান্ডকে হারাতে পারবো আমরা। তবে নিশ্চিত করতে হবে আমরা যেনো ভালো খেলি।’
ডমিঙ্গো বলেন, ‘এসব সিরিজ থেকে যেকোনো প্রতিপকে হারানোর আত্মবিশ্বাস নেয়ার আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই জরুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখনও অনেক বিভাগে উন্নতি করতে হবে।’