দ্বিতীয় সারির দল নিয়েও কিংসের জয়
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM
চার ম্যাচ হাতে রেখেই সোমবার প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। গতকাল বৃহস্পতিবার রাতে এএফসি কাপে খেলতে মালদ্বীপ যাচ্ছে তারা। ফলে এদিন লিগের ম্যাচে জয়ের জন্য অতটা তাড়া ছিল না কিংসদের। তাই আরামবাগের বিপে সেরা একাদশ নামনোর প্রয়োজন মনে করেননি কোচ অস্কার ব্রুজন। সাইড বেঞ্চের শক্তি পরখ করে দেখলেন তিনি।
শেখ জামালের বিপে শিরোপা নির্ধারণী ম্যাচের নয়জন ছিলেন না এই ম্যাচে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে মতিঝিল পাড়ার দলটির সঙ্গে।
আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা, ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা ও ফার্নান্দেজ বিহীন একাদশকে বেশ বেগ পেতে হয়েছে জিততে। বার বার আক্রমন করেও গোলের দেখা পাননি কিংসের ফরোয়ার্ডরা। ম্যাচের ৩১ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কিংস। ইব্রাহিমের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে ডান পাশ দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন ফাহিম মোর্শেদ। তার মাটি ঘেষা ক্রস গোল পোস্টের সামনে থেকে পা লাগাতে ব্যর্থ হন সতীর্থরা। মিনিট আটেক পর বসুন্ধরার ইংল্যান্ড থেকে আসা মাহাদি হাসানের ডান পায়ের জোড়াল শটও সাইড বার ঘেষে বাইরে চলে যায়।
ম্যাচের সময় যত গড়িয়েছে, কিংসের আক্রমণের ধার তত বেড়েছে। তবুও গোলের দেখা মেলেনি। ফলে দলে পাঁচ পরিবর্তন আনেন অস্কার ব্রুজেন। মাঠে নামেন জনাথন ফার্নান্দেস, বিপলু আহমেদ, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল এবং মাসুক মিয়া জনিকে। আর তাতেই জয়ের দেখা মেলে চ্যাম্পিয়ন শিবিরে। ম্যাচের অন্তিম মুহূর্তে বসুন্ধরা কিংসকে স্বস্তি এনে দেন বিপলু আহমেদ। বক্সের বাইরে থেকে ডান পায়ে শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান তিনি (১-০)। শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত হয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস সবার উপরে। ২০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রেলিগেশন অপোয় আরামবাগ। পরের ম্যাচে পয়েন্ট না পেলেই আরামবাগের রেলিগেশন নিশ্চিত হবে৷