একদিনে রেকর্ড ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২২১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।
এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮২৪ জন ও ঢাকার বাইরে ৭২ জন ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও কিনিকে ১৬৯ জনসহ মোট ১৯৪ জন রোগী ভর্তি হন। অপরদিকে ঢাকার বাইরের ২১ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন ভর্তি হন।