বুড়িচংয় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।।
রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল বিশেষ দোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আবুল হাসেম খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শারমিন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু,বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন, ওসি তদন্ত মোঃ মাসুদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বি আর ডি বি)মোঃ রাসেল সারোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন,যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, আওয়ামী লীগ নেতা এম এ মতিন এম বি এ ।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি কুমিল্লা -৫ এর এমপি এডভোকেট মোঃ আবুল হাসেম খাঁন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে (ম্যুরালে) ফুল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন,সহ বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।