ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে ডাকাতি
Published : Sunday, 15 August, 2021 at 12:00 AM, Update: 15.08.2021 2:13:53 AM
কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে ডাকাতিরণবীর ঘোষ কিংকর:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে রড ছুড়ে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল আরও ২টি গাড়িতেও ডাকাতি করে মালামাল লুটে নেয়। এ ঘটনায় কুমিল্লার দেবীদ্বার থানায় একটি দস্যুতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) দিনগত রাত পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের কবলে পড়া অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা কক্সবাজার জেলার আর্ম পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-এ কর্মরত।
জানা যায়- মহাসড়কের কুরছাপ এলাকায় পূর্ব থেকে উৎ পেতে থাকা সংঘবদ্ধ ডাকাতদল চলন্ত গাড়িতে রড ছুড়ে মারে। চালক যান্ত্রিক ত্রুটি ভেবে গাড়ি থামাতেই অস্ত্রধারী ডাকাতদল ঘিরে ফেলে ওই গাড়িকে। এসময় অস্ত্রের মুখে লুটে নেয় যাত্রীদের মালামাল।
শুক্রবার পুলিশের ওই কর্মকর্তা ব্যক্তিগত কাজে ঢাকা যান। রাতে প্রাইভেটকার যোগে ফেরার পথে কুরছাপ এলাকায় রড ছুড়েমারা ডাকাতদের কবলে পড়েন। এসময় তার সাথে থাকা নগদ ১১ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন লুটে নেয় ডাকাতদল। একই সময় আরও ২টি গাড়িতে একই ভাবে ডাকাতি করে সংঘবদ্ধ ওই ডাকাতদল।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- আমদের টহল টিম মহাসড়কেই ছিল। টিমটি চলন্ত অবস্থায় থাকার সুযোগে ওই ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- কুরছাপ এলাকার চট্টগ্রামগামী লেনটি দেবীদ্বার থানা সীমানায়। সেক্ষেত্রে দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, উপজেলার সীমানা হিসেবে দেবীদ্বার এলাকা হলেও আমাদের থানা থেকে ৩০ কিলোমিটার দূরত্ব। অপরদিকে মহাসড়কের সিংহভাগ অংশই চান্দিনা উপজেলার। মহাসড়কে ফোর লেনে রূপান্তর করায় কিছুকিছু অংশ দেবীদ্বার উপজেলার সীমানায় পড়েছে। তা নিয়ে আমরা খুবই সমস্যা বোধ করছি। শুক্রবার রাতের ঘটনায় এসএ আব্দুল্লাহ আল নোমান নামের অন্যগাড়ির এক যাত্রী বাদী হয়ে দস্যুতা আইনে মামলা দায়ের করেছেন। মামলায় ক্ষতিগ্রস্থ সকলকে স্বাক্ষী করা হয়েছে। ওই মামলা তদন্ত করতে আমরা মাঠে নেমেছি।