ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় শোক দিবসে কুুমিল্লায় নানা আয়োজন
Published : Sunday, 15 August, 2021 at 12:00 AM, Update: 15.08.2021 2:12:20 AM
জাতীয় শোক দিবসে কুুমিল্লায় নানা আয়োজনমাসুদ আলম।।
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎবাষির্কী ও জাতীয় শোকদিবস  উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠন নানা কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছে। এসময় কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, পবিত্র কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিলাদ এবং দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ। ১৫ আগস্ট রবিবার দিনব্যাপি এসব কর্মসূচি পালন করা হবে। এছাড়াও সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে পতাকা বিধি অনুসরণপূর্বক জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ৯টায় কুমিল্লা নগর উদ্যানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন। এসময় উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, কুমিল্লা সিটি কর্পোরেশন, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ, প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাগণ। একই সাথে জেলা পুষ্পন্তবক অর্পণ করবেন জেলা পর্যায়ের সকল দপ্তর কর্তৃক এবং সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন কর্তৃকগণ।
এরপর ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আলোকচিত্র ও চারুকলা প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, হামদ/নাত, ৭ই মার্চের ভাষণ ও রচনা প্রতিযোগিতা।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাসমূহ এবং অন্যান্য কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করবে।
এরপর বেলা সাড়ে ১২টায় ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর জেলার সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ১৯৭৫ তারিখে শাহাদত বরণকারী তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদে মোনাজাত ও দোয়া মাহফিল।
এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা নানা কর্মসূচী গ্রহণ করেছে। ভোরে কুমিল্লার রামঘাটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা। সকাল ১১টায় পবিত্র কোরআন খতম, দুপুর ১২টায় আলোচনা সভা, বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং দুপুর ২টায় দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
এদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের উদ্যোগে ১৫ আগষ্ট দুপুরে দুঃস্থদের মাঝে ৬০ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হবে। নগরীর ২৭ টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডের ৮১টি স্পটে বাদ যোহর দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হবে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ গঠিত ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মসূচী বাস্তবায়ন করবেন। ১৫ আগস্ট দুপুরে স্থানীয় মসজিদগুলোতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে এ খাবার বিতরণ করা হবে। খাবার বিতরণ কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন আ ক ম বাহাউদ্দিন বাহার। এছাড়াও সকালে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।
অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগেও নেয়া হয়েছে নানা কর্মসূচী।
আঞ্জুম সুলতানার একান্ত সহকারী জয়ন্ত জানান, কুমিল্লা নজরুল এভিনিউ মডার্ণ কমিউনিটি হলে রবিবার সকাল সাড়ে ৮টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন। জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন। সকাল ১১টা-১২ টা পর্যন্ত শহীদদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন ও খাবার বিতরণ।