ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটে আগুন
মাসুদ আলম
Published : Saturday, 14 August, 2021 at 2:53 PM, Update: 14.08.2021 7:25:18 PM
কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটে আগুনকুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে রোগীসহ তার আত্মীয়-স্বজনরা ছোটাছুটি শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম জানান, করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন ফিলিং করার কক্ষে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুন ধরে যায়। তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পরদর্শন করছে। 
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মোঃ. মহিউদ্দিন জানান, অক্সিজেন সিলেন্ডার লিক হয়ে হালকা আগুনের সূত্রপাত হয়। বড় ধরনের কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আগুনের সংবাদে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা আসলেও আগুন হাসপাতালের কর্মীরা নিয়ন্ত্রণে আনে।কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটে আগুন