ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় জাতীয় শোক দিবস পালিত
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিন ভোরে তাঁকে সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য। যে মহান পুরুষ বাঙালি জাতিকে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’ উপহার দিয়েছিলেন; সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেননি, বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা, চকবাজার, কুমিল্লায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল মতিন এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ মনির হোসাইন, সহকারী অধ্যাপক মো: আজাদ কবীর, প্রভাষক মো: মোশাররফ হোছাইন ও মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওঃ মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। যারা হত্যার ষড়যন্ত্রের পেছনে জড়িত তাদেরকে খুঁজে বের করে বিচার করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির হৃদয়ের বেঁছে আছেন। জাতি তাঁকে আজীবন শ্রদ্ধা সাথে স্মরণ করবেন। আসুন আমরা সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপনের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁরই কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি।
অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু, তাঁর পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত, মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার হেড মোহাদ্দিস মাও. কাজী মোঃ আবদুর রাজ্জাক।