তালেবান নিয়ন্ত্রিত কাবুলে আবারও সংবাদ উপস্থাপনায় ফিরছে দেশটির নারীরা। তালেবান ক্ষমতা দখলে নেওয়ায় কাজে ফেরা নিয়ে শঙ্কা জাগে নারীদের মধ্যে। তবে গোষ্ঠীটি জানিয়েছে, নারীদের কাজে ফিরতে কোন বাধা নেই। তবে হিজাব পড়েই টেলিভিশনের পর্দায় অংশ নিচ্ছেন তারা।
আফগানিস্তানের টোলো নিউজে দেখা গেছে, এক নারী সংবাদ উপস্থাপিকা তারে কর্মস্থলে ফিরেছেন। মঙ্গলবার টোলো নিউজের প্রধান মিরাকা পোপাল টুইটারে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান। ছবিতে দেখা যায়, নারী উপস্থাপিকা হিজাব পড়ে তালেবানের মিডিয়া বিভাগের এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। এমন ছবি এখন সামাজিকসহ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারীরা কাজে ফেরায় অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এরকম বেশ কয়েকটি ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নারীদেরকে গত দু'দিনে চলাফেরা এবং নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার পরই পরিবর্তন লক্ষ্য করা গেছে।
এদিকে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনও শঙ্কা ছাড়াই কর্মস্থলে ফিরে যান। যদিও এখনও সবাই কাজে ফিরেছেন কিনা বিষয়টি পরিষ্কার নয়।