ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গ্যাস নেই কুমিল্লা মহানগরীর কোথাও, দুর্ভোগে বাসিন্দারা
মাসুদ আলম
Published : Monday, 16 August, 2021 at 12:12 PM, Update: 16.08.2021 12:45:56 PM
গ্যাস নেই কুমিল্লা মহানগরীর কোথাও, দুর্ভোগে বাসিন্দারাকুমিল্লা মহানগরীর বাসা-বাড়িসহ কোথাও গ্যাস নেই। সোমবার (১৬ আগস্ট) ভোর থেকে হঠাৎ করে কুমিল্লা বাগিচাগাঁও, অশোকতোলা, ঠাকুরপাড়া, কান্দিপাড়, ফৌজদারী, মনোহরপুর, চর্থাসহ নগরীর ২৭ ওয়ার্ড এবং এর আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। কোনও রকম ঘোষণা ও নোটিশ ছাড়া এভাবে গ্যাস বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রান্না-বান্না করতে না পারায় দুর্ভোগে পড়েছেন নগর বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার বাখরাবাদ গ্যাস অফিস চান্দিনা উপজেলার কুটুম্বপুর সামিট পাওয়ার স্টেশনের টিবিএস এর বাল্ব নষ্ট হয়ে পড়েছে। যার কারণে কুটুম্বপুর সামিট পাওয়ার স্টেশন থেকে কুমিল্লা শহরে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে পড়ায় কুমিল্লা মহানগরীর বাসা-বাড়িসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই টেকনিক্যাল সমস্যা মেরামত করা পর্যন্ত অাগামী ৬-৭ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা শাহনাজ বেগম জানান, সকালে উঠেই দেখি গ্যাস নাই। নাস্তা বানানোর উপায় নাই। বাসায় এমন লোকও নেই যে বাইরে থেকে নাস্তা কিনে আনবো। অগত্যা নিজেকেই হোটেল থেকে নাস্তা কিনে এনে খেতে হবে। এভাবে না জানিয়ে গ্যাস বন্ধ করা হলে কেন সমস্যা হলে সেটা গ্রাহকদের জানানো উচিত। গ্রাহক তাহলে নিজেদের মতো ব্যবস্থা করতে পারে।
একই ধরনের অভিযোগ অশোকতোলা থেকে ইভা রহমানের। তিনি বলেন, কোনও কারণে গ্যাসের সমস্যা হলে সেটা আগে থেকে জানানো উচিত। এরপর কখন আসবে তাও জানানো হয় না। সারাদিন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় আমাদের।
কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, কুটুম্বপুর সামিট পাওয়ার স্টেশনে গ্যাস সাপ্লাই লাইনের বাল্ব নষ্ট হয়ে টেকনিক্যাল সমস্যার কারণে কুমিল্লায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কুটুম্বপুর সামিট পাওয়ার স্টেশন অফিসে জনবল সংকট রয়েছে। চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ার এসে লাইন মেরামত করা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই টেকনিক্যাল সমস্যা মেরামত করা পর্যন্ত অাগামী ৫-৬ ঘন্টা  গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিনি জানান।